17July
বিশ্বভারতীতে প্রথম মহিলা উপাচার্য
এই প্রথম এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন কোনও মহিলা।
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে চিঠি আসে। যেখানে বলা হয়, সিনিয়র কোনও অধ্যাপক, যিনি কোনও ভবনের ডিরেক্টর, তাঁকে অস্থায়ী উপাচার্য করা হোক। সেই মতো অধ্যাপক সবুজকলি সেনকে দায়িত্বভার নিতে বলেন রেজিস্ট্রার অমিত হাজরা। কাজে যোগ দিতে এসে সবুজকলি দেখেন, পদত্যাগ করেছেন রেজিস্ট্রারই। ফের দেখা দেয় জটিলতা। অস্থায়ী রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয় অধ্যাপক সৌগত চট্টোপাধ্যায়কে। তারপর অস্থায়ী উপাচার্য হন সবুজকলি।
বিশ্ববিদ্যালয় পেল প্রথম মহিলা উপাচার্য। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রে খবর
ABP Ananda | 03 Feb 2018